Saturday, July 21, 2012

কোথায় যাই!

চারিদিকে শুধু ভয়
আতঙ্ক জাল বুনছে
সভ্যতা হাত ছেড়ে
পিছনপানে ছুটছে
কোথায় যাই!
বাতাসে বিষের গন্ধ
রাস্তায় নারী নগ্ন
প্ল্যাটফর্মে রক্ত ছেটানো
রক্ষক হেসে মরে;
আমি হাজার নালিশ করি
আমি চিৎকার করে মরি
আমি রাস্তায় ভিড় করি
রাজা সান্ত্বনা বিলি করে!
কোথায় যাই!

3 comments: