শব্দ-
মুখ ফসকে
এদিক ওদিক
ঘুরে,
ধাক্কা
খায়
মনের সংবেদনায়
কখন উড়
ধুল হয়ে
চোখে মিশে
জল হয়ে
গড়িয়ে পড়ে
কাগজের
পাতায়
তখন তোমার
মুখখানা
কবিতা হয়ে
উঠে,
ভালোবাসা
আঁকড়ে ধরে
বুকের ভেতরে
কলসের মুখ,
যাতে সংগ্রিহিত
ঘৃণা, ঈর্ষা,
দ্বন্দ্ব
আবার কি
কখন ফিরবে শব্দ
সেই হাসিমাখা
ঠোটের কোনে?
No comments:
Post a Comment