Sunday, July 8, 2012

টানা টানা চোখ

টানা টানা চোখ

মনে আছে কি তোমার

সেই প্রথম দেখা,

চিনি ছাড়া কফি

আর তোমার হাসি

কি মিষ্টি ছিল সেই বিকেল



টানা টানা চোখ

আজও মনে পড়ে

চোখ ঢেকে তোমার

আমাকে প্রথম ছুঁয়ে দেখা

আদর স্পর্শ

আর ভালোবাসার মাঝে

কি মিষ্টি ছিল সেই বিকেল



টানা টানা চোখ

ভুলে যাও নি নিশ্চয়

সেই শনিবারের ভালোবাসা

আধার ঘরে

তোমার আলোয়

কি আলোকিত ছিল সেই বিকেল



টানা টানা চোখ

স্মৃতির এ্যালবামে

আরও কত বিকেল সাজান

তোমাকে নিয়ে

তবু জানি কেন

তোমার দুষ্টুমি

এখন লোকচুরি খেলে

আমার সাথে,

ইচ্ছে হয় সামনে টেনে

বুকজোরে ধরে রাখি

আর মিষ্টি হয়ে উঠুক

এমনি, প্রতিটি বিকেল।

No comments:

Post a Comment