Friday, July 6, 2012

সুপ্ত বাসনা

আর কতদিন
ছুটতে হবে
তোমার জন্যে!
আর কতদিন
কাটাতে হবে
এই বন্দী জীবন!
আমি ক্লান্ত;
আর ছুটতে চাইনা
তোমার স্বপ্নের রং মশাল পিছু
আমি বাঁচতে চাই
নিজের মত
উড়তে চাই
আমার আকাশে
দেখতে চাই
পৃথিবীটাকে-
আমার ক্যামেরার লেন্স মাঝে;
আমার ধুলো-জমা
কবিতার খাতা
রোজ আমায় ডাকে
আমি যেতে চাই তার সাথে
তোমার দুনিয়ায় থাক সুখী
আজ বিদায় জানাই তোমাকে

No comments:

Post a Comment