অঞ্জন তোমার
শহর
আজো সাদা
কালো
রঙিন-
শুধু নিয়নের
আলোয়;
তোমার শহরে
আমার প্রথম রাত
কাটিয়েছি
অভুক্ত
তবে আমি
একা নই
সঙ্গী,
তোমার অনেক শহরবাসী
পার্থক্য-
শুধু এটুকুই,
ওরা শুয়েছে
ফুটপাতে
আর আমি,
পাঁচতলা
হোটেলের ব্যালকনী থেকে
ওদের দেখি;
জানি না
কত রাত ধরে
ওরা লড়াই
করে চলেছে
একা একা
এই শহরের
বুকে,
তবে ওদের
দেখে না কেউই
না লাল
আকাশ
না সাদা
মেঘ,
শুধু আমি
অসহায় হয়ে
দেখি
ফুটপাতে
ছড়িয়ে থাকা
ক্লান্ত
দেহগুলি
আর সারারাত
কেটে যায়;
সব শহরই
কি সমান?